ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মজুদদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: বাণিজ্য মন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ২২ মার্চ ২০২২ ০৩:৫৯

আল আমিন
প্রকাশিত: ২২ মার্চ ২০২২ ০৩:৫৯

বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি

নিজস্ব প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, সরকার সব সময় চেষ্টা করছে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যেন বাজারে দাম নিয়ন্ত্রণ থাকে। কোনো ব্যবসায়ী মজুদ করে পণ্যের দাম বৃদ্ধির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সারাদেশে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ব্যবস্থা নিবেন। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। মনিটরিং ব্যবস্থা জোরদার রয়েছে।

বাণিজ্য মন্ত্রী বলেন, আমাদের পর্যাপ্ত মজুদ রয়েছে, রমজানে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পাবে না উল্লেখ করে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেন, রমজানের শুরুতে ক্রেতারা অনেক পণ্য কিনে মজুদ করে। আমরা যদি রমজানের শুরুতে বেশি পণ্য ক্রয় না করি তাহলে দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই। এছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে। ভ্যাট তুলে নেওয়ার পরে তেলের দাম নিম্মমূখী।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও শহরে টিসিবির পন্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এসে সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলোচনায় এসব কথা বলেন তিনি।

টিপু মুন্সি আরো বলেছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়ে আমরা প্রভাব বিস্তার করতে পারি না। আমাদের দায়িত্ব প্রভাব যতটুকু কম ফেলানো যায়। যেটি আমরা লক্ষ্য করছি তাদের যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারে প্রভাবের সম্ভবনা রয়েছে। আমরা ইউক্রেন থেকে গম আমদানি করতাম এখন চেষ্টা করা হচ্ছে আমাদের মাঠ থেকে সংগ্রহ করার।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: