ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মেসিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২ ০৬:৪৬

আল আমিন
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২ ০৬:৪৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হবে।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সকালে মেইল পেলাম, আগামী মার্চে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। আমি অ্যাম্বাসেডরকে বলেছি, সাথে মেসি ও তার দলকে নিয়ে আসতে। আমরা তাকে বাংলাদেশের স্থানীয় আতিথেয়তা দিতে চাই।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে একটি সিদ্ধান্ত হতে পারে, এটি ভালো খবর। এর ফলে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিরও সম্ভাবনা দেখছেন তিনি। তিনি বলেন, স্পোর্টস ডিপ্লোম্যাসি খুব কাজে দিয়েছে।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: