ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৩৩ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিলো ইসি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২ ০৩:৪৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২ ০৩:৪৮

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : দেশের পাঁচ পৌরসভা ও ৪৯ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর। নির্বাচনকে ঘিরে ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৩ বিচারিক ম্যাজিস্ট্রেট ভোটের দায়িত্ব পালন করবে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায়। ইসি আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম এ তথ্য জানিয়েছেন।

মো. আব্দুছ সালাম বলেন, ভোটের আগে পরে মোট পাঁচদিন নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।এক্ষেত্রে বিচারিক ম্যাজিস্ট্রেটদের যানবাহনের ব্যবস্থা করে দেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। আর সশস্ত্র পুলিশি সহায়তা দেবেন সংশ্লিষ্ট পুলিশ সুপার।

তিনি আরো বলেন, আগামী ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৩ বিচারিক ম্যাজিস্ট্রেট ভোটের দায়িত্বে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় থাকবেন। এক্ষেত্রে পাঁচ পৌরসভার জন্য পাঁচজন ও ৪৯ ইউপির জন্য ২৮ জনকে নিয়োগ করা হয়েছে।

বিচারিক ম্যাজিস্ট্রেটরা দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর-এর সেকশন-১০ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ সম্পন্ন করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: