ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২ ০৩:১৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২ ০৩:১৩

ছবি : সংগৃহীত

ভোরের ডাক ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকতে হবে। যদি কখনো বহিঃশত্রু আক্রমণ করে তা যেনো প্রতিহত করা সম্ভব হয়।

তিনি বলেন, যেকোনো যুদ্ধে যেনো জয়ী হতে পারি সেভাবেই সশস্ত্রবাহিনীকে সমৃদ্ধ হতে হবে। দেশপ্রেম উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করতে নবীন অফিসারদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান ২০২২/এ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০২২/বি ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ বক্তব্য দেন তিনি। এর আগে সকালে চট্টগ্রামের উদ্দেশে হেলিকপ্টারে করে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



আপনার মূল্যবান মতামত দিন: