
বিদেশবার্তা ডেস্ক: হজযাত্রীর কাছে থেকে অর্থ গ্রহণের বিপরীতে অর্থ গ্রহণের রসিদ দেওয়া প্রয়োজন। এজন্য এ সংক্রান্ত আর্থিক লেনদেন রসিদ অথবা ব্যাংক রসিদের মাধ্যমে করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রবিবার (১৯ ডিসেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু ব্যক্তি ও এজেন্সিগুলোর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২’ অনুসারে হজের নিবন্ধনের পূর্বেই হজযাত্রীর সঙ্গে হজ এজেন্সির লিখিত চুক্তি সম্পাদন, এজেন্সির দায়িত্ববান প্রতিনিধি নয় এমন ব্যক্তি বা গ্রুপ লিডারের মাধ্যমে লেনদেন না করে সরাসরি এজেন্সির সঙ্গে এবং ব্যাংকের মাধ্যমে লেনদেন করা বাঞ্ছনীয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, হজ সংক্রান্ত সবক্ষেত্রে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২’ এর অনুসরণসহ সব ধরনের আর্থিক লেনদেন যথাযথ প্রতিনিধি, অংশীদার, স্বত্বাধিকারীর মাধ্যমে এবং রসিদ বা ব্যাংক রসিদের মাধ্যমে করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: