
বিদেশবার্তা ডেস্ক : আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বিএনপিকে আবারো অনুরোধ জানিয়েছে ডিএমপি।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অনুরোধ করে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মো. হায়াতুল ইসলাম খান বলেন, যদি তারা (বিএনপি) সেখানে সমাবেশ করতে চান, তাহলে তারা যে সমস্যার কথা বলেছে সেটা সমাধান করা হবে।
ডিসি হায়াতুল বলেন, বিএনপিকে অনুমতি ছাড়া কোথাও সমাবেশ করতে দেয়া হবে না। ডিএমপির অনুমোদন ছাড়া কোনো স্থানে কর্মসূচিও পালন করা যাবে না।
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের জন্য বিকল্প স্থানের অনুমোদন দেয়া হয়েছে কিনা জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, বিকল্প স্থানের প্রস্তাবের বিষয়ে এখনো অনুমোদন দেয়া হয়নি। বিএনপির চাহিদা অনুযায়ী বিকল্প স্থানে অনুমোদন দেয়া হবে না।
আপনার মূল্যবান মতামত দিন: