ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাষ্ট্রধর্ম ইসলাম: আপিল বিভাগের শুনানি বৃহস্পতিবার

আল আমিন | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২ ০৫:২৫

আল আমিন
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২ ০৫:২৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে আগামী বৃহস্পতিবার (২৪শে ফেব্রুয়ারি)।প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ছয় বিচারকের আপিল বেঞ্চে শুনানি হবে।

রোববার আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ বিষয়টি শুনানির জন্য তালিকায় এলে বিচারক ফুল বেঞ্চে পাঠিয়ে দেন।

শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, ‘এটি রাষ্ট্রধর্মের বিষয়। এটি নিয়ে পাবলিক ইন্টারেস্ট (আগ্রহ) আছে। বিষয়টি যদি আপনারা সবাই মিলে শুনতেন।’

গত বছরের ১৯শে মার্চ ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানির জন্য নির্ধারিত থাকলেও, কার্যতালিকায় না থাকায় শুনানি হয়নি।

রিটকারী আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী জানান, ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানির জন্য যে কোনো দিন আপিল বিভাগের কার্যতালিকায় আসতে পারে। সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর করা রিট আবেদন ২০১৫ সালের ৭ই সেপ্টেম্বর খারিজ করে দেয় হাইকোর্টের একটি বেঞ্চ।

খারিজ আদেশের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি ২০১৬ সালের ৬ই নভেম্বর প্রকাশ করে আদালত। এরপর খারিজ আদেশের বিরুদ্ধে একই বছরের ১২ই নভেম্বর আপিল করেন অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: