
বিদেশবার্তা ডেস্ক : ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের ত্রিশ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনায় রিট করতে বললেন হাইকোর্ট।
বুধবার (৩০ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে এ সংক্রান্ত গণমাধ্যমের সংবাদটি আইনজীবী শিশির মনির নজরে আনেন। পরে সেটি রিট আকারে আনতে বলে হাইকোর্ট।
এছাড়া ইসলামী ব্যাংক থেকে নভেম্বরের প্রথম ১৭ দিনে ২৪৬০ কোটি টাকা তুলে নেয়া সংক্রান্ত গণমাধ্যমের সংবাদটিও হাইকোর্টের নজরে আনা হয়। এ বিষয়ে গভীরভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে সম্প্রতি চিঠি দেন ঐ আইনজীবী।
অর্থ পাচার নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক আদেশ দিয়েছেন হাইকোর্টের এই বেঞ্চ।
আপনার মূল্যবান মতামত দিন: