
বিদেশবার্তা ডেস্ক : ফায়ার সার্ভিস কর্মীদের আজীবন পেনশন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উপলক্ষে রাজধানীর মিরপুরে সংস্থাটির ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
অগ্নিনির্বাপণ এবং বিভিন্ন দুর্যোগের জন্য দায়ী সংস্থাটি বুধবার পর্যন্ত তিন দিনের ‘ফায়ার উইক-২০২২’ ঘোষণা করেছে।
এ সময় ঢাকায় কেন্দ্রীয়ভাবে নানা অনুষ্ঠান ছাড়াও দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ফায়ার স্টেশনে সচেতনতামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: