ঢাকা | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মহাখালীতে ৩২ জন গ্রেপ্তার

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২ ২৩:১০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২ ২৩:১০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ার থেকে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) রাতে এই অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’ করতে টাওয়ারের ফুড কোর্টে জড়ো হয়েছিলেন এই ব্যক্তিরা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বনানী থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদও রয়েছেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রাত ১০টার দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের ফুড কোর্টে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। কাফরুল থানায় একটি মামলা ছিল, সেই মামলায় তারা পলাতক আসামি।

গ্রেপ্তারকৃতদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। শুক্রবার রাতে মূলত তারা সরকারবিরোধী ষড়যন্ত্রের জন্য গোপন বৈঠকে মিলিত হন বলে দাবি করেন কাফরুল থানার ওসি।



আপনার মূল্যবান মতামত দিন: