ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

টোঙ্গায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২ ০৭:০৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২ ০৭:০৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : টোঙ্গায় আবারো ৭.৩ তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে সুনামি সৃষ্টি হতে পারে।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিভিএস নিউজ থেকে এ তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে জানা গেছে, রাজধানী থেকে ২১১ কিলোমিটার দূরে সাগরে ভূমিকম্পটি আঘাত হানে। এরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। এরই মধ্যে দেশটির সরকার সেখানের নাগরিকদের সরে যাওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, কেন্দ্র থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ২৪.৮ কিলোমিটার।

টোঙ্গার সরকার এক বিবৃতিতে জানায়, টোঙ্গার কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে সুনামি সৃষ্টি হতে পারে। ফলে দুর্ঘটনা এড়াতে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত ও তা থেকে সৃষ্ট সুনামিতে লণ্ডভণ্ড হয়ে যায় টোঙ্গার কিছু দ্বীপ। ধ্বংস হয়ে যায় ওই অঞ্চলের বেশিরভাগ ঘরবাড়ি। এটিকে ‘অভূতপূর্ব বিপর্যয়’ বলে উল্লেখ করেছিল টোঙ্গার সরকার।



আপনার মূল্যবান মতামত দিন: