ঢাকা | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নবদম্পতির মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ ২১:০৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ ২১:০৯

বিদ্যুৎস্পৃষ্টে নবদম্পতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জ আটিবাজার এলাকায় বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবদম্পতির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- ইসমাইল (২০) ও তার স্ত্রী মোসাম্মৎ কাজল আক্তার (১৮)।

বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আটিবাজারের সুমন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ২টার দিকে দায়িত্বরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

নিহত ইসমাইলের বাবার নাম মো. আলী। তারা কেরানীগঞ্জ আমবাগান এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে আটিবাজার সুমন হাউজিং এলাকায় একটি বাসার চারতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।



আপনার মূল্যবান মতামত দিন: