ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

টুইটারের সব কার্যালয় বন্ধ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২ ১৬:২২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২ ১৬:২২

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : নিজেদের সব কার্যালয় অস্থায়ীভাবে শুক্রবার (৪ নভেম্বর) বন্ধ করে দিয়েছে টুইটার। শুধু তা-ই নয়, কর্মীদের অভ্যন্তরীণ সিস্টেম অ্যাকসেস সুবিধাও বাতিল করা হয়েছে। এখন কর্মীরা চাইলেও বিশেষ অনুমতি ছাড়া টুইটারের অভ্যন্তরীণ কোনো প্রযুক্তি ও সেবা ব্যবহার বা নিয়ন্ত্রণ করতে পারবেন না।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) কর্মীদের কাছে এক মেইল বার্তা পাঠিয়েছিল টুইটার। সেখানে বলা হয়, টুইটারকে একটি সুস্থ-স্বাভাবিক পথে এগিয়ে নেওয়ার জন্য শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টায় বিশ্বব্যাপী কর্মী কমানোর প্রক্রিয়া শুরু হবে। যেসব কর্মীকে ছাঁটাই করা হবে, তাদের ব্যক্তিগত ই-মেইল ঠিকানায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

এক সপ্তাহ আগে টুইটারের মালিকানা গ্রহণ করেন ইলন মাস্ক। এরপর সাইটটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়ালসহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।

সূত্র: রয়টার্স।



আপনার মূল্যবান মতামত দিন: