ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গ্যাসের অভাবে চিনির উৎপাদন ব্যাহত: বাণিজ্যমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২ ০০:১১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২ ০০:১১

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে চিনির উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, চিনি নিয়ে নেতিবাচক প্রভাব দেখছি না, চিনিটা অ্যাভেইলেবল। জানুয়ারি পর্যন্ত কোনো সমস্যা নেই। গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় চিনির উৎপাদন ব্যাহত হচ্ছে। যে সমস্যা পেয়েছি, সেটি হলো গ্যাসের সাপ্লাই অপ্রতুলতার কারণে ৬৬ শতাংশের বেশি চিনি উৎপাদন করতে পারছে না।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, চিনির সাপ্লাইটা ঠিকভাবে হওয়া দরকার। সরবরাহ ধীরগতি হলে সমস্যা, সরবরাহ স্বাভাবিক হলে যেই দাম নির্ধারণ করা হয়েছে, সে দামে বিক্রি করা যাবে। অনেক চিনি গুদামে পড়ে আছে। সেটা প্রসেস করতে পারলে বাজারে আসবে। গ্যাসের সমস্যা সমাধান হলে এটি প্রসেস করা যাবে।

মন্ত্রী বলেন, গ্যাসের বিষয়টি যারা দেখছেন তারা বলছেন অবস্থার উন্নতি হচ্ছে। বিদ্যুতের অবস্থা ইমপ্রুভ করবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। আশা করি দুই-এক দিনের মধ্যে গ্যাসের সাপ্লাই স্বাভাবিক হলে যে পরিমাণ চিনি দরকার, তা উৎপাদন সম্ভব হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের কষ্টের বিষয়টি স্বীকার করেন বাণিজ্যমন্ত্রী।

জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রসঙ্গে টিপু মুনশী বলেন, এটা সত্যি কথা যে, মানুষের কষ্ট হচ্ছে। এই কষ্টের পেছনে কিন্তু আমাদের চেয়ে বৈশ্বিক কারণ বেশি। এখন বৈশ্বিক কারণটা তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারব না।



আপনার মূল্যবান মতামত দিন: