
নিজস্ব প্রতিবেদক: ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এদিন ভোর ৪টা থেকে সর্বোচ্চ সকাল ৭টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট থেকে আমিনবাজার পর্যন্ত এলাকায় সর্বসাধারণের চলাচল বন্ধ থাকবে।
বুধবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানিয়েছেন
তিনি বলেন, জাতীয় স্মৃতিসৌধে যেসব অতিথি পুষ্পস্তবক অর্পণ করতে যাবেন, তাদের যানবাহন ছাড়া সব যান চলাচল বন্ধ থাকবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যতক্ষণ সেখানে থাকবেন, বিদেশি অতিথিরা না যাওয়া পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। সড়কটি ভোর ৪টা থেকে সর্বোচ্চ ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: