
বিদেশবার্তা ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ১২টায় হৃদরোগে আক্তান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।
মসিউর রহমান ১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি জেলা বিএনপির সভাপতি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: