
বিদেশবার্তা ডেস্ক : খাদ্য উৎপাদনের মাধ্যমে খাদ্য সংকট মোকাবেলা করতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে যুবকরাই প্রধান শক্তি।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস ২০২২ এর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ২১ জনকে যুব পুরস্কার দেয়া হয়।
শেখ হাসিনা বলেন, শুধু চাকরির পেছনে ছুটলে হবে না, যুব সমাজকে নিজেদেরই উদ্যোক্তা হতে হবে। এক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশের সুবিধা কাজ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি উদ্যোগে প্রশিক্ষিত হয়ে বায়োগ্যাস প্লান্ট তৈরি এবং ব্যবহার করতেও যুবকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপনার মূল্যবান মতামত দিন: