ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মানুষ এখন চিকিৎসাকেন্দ্রে যাচ্ছেন : স্বাস্থ্যমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২ ০৭:৫৬

আল আমিন
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২ ০৭:৫৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিবির বিষয়ে দেশে কিছু স্টিগমা (অপবাদ) আছে। তবে পরিবর্তন আসছে। মানুষ এখন কুসংস্কার এড়িয়ে চিকিৎসাকেন্দ্রে যাচ্ছেন। আমাদের সব হাসপাতালে যক্ষ্মা পরীক্ষার যন্ত্রপাতি রয়েছে। দেশের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ এখন চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন।

রবিবার রাজধানীতে টিবি বিষয়ক ৯ম জেএমএম প্রশিক্ষণ কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের প্রতিটি জেলায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুও বাড়ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, আমরা ডেঙ্গুর চিকিৎসা দিতে পারি কিন্তু আক্রান্তের হার কমাতে মশা কমাতে হবে। এটি স্থানীয় সরকার বিভাগকে করতে হবে।

বিদেশ বার্তা/ এএএ

 



আপনার মূল্যবান মতামত দিন: