ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চিনি রপ্তানির নিষেধাজ্ঞা আরো এক বছর বাড়িয়েছে ভারত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২ ০১:০৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২ ০১:০৪

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : বিশ্বের শীর্ষ চিনি উৎপাদনকারী দেশ ভারত চিনি রপ্তানির নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য বাড়িয়েছে।

চলতি মাস থেকে চিনি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরো এক বছর বাড়ানো হয়েছে। এই নিষেধাজ্ঞা ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

দেশটির শিল্প কর্মকর্তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এ বছর রেকর্ড পরিমাণ চিনি উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। প্রত্যাশা অনুযায়ী উৎপাদন হলে প্রায় আট মিলিয়ন টন চিনি রপ্তানির সিদ্ধান্ত আসতে পারে।

ভারত গত মে মাসে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে। যা চলতি বছরের অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছিল। মূলত, চিনির দামে লাগাম টানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: