ঢাকা | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আজ দুই দলের সাথে সংলাপ করবে বিএনপি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ ২১:১৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ ২১:১৮

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ ন্যাপ ভাসানী ও পিপলস লীগের সঙ্গে সংলাপে বসবে বিএনপি।

রবিবার (২৩ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকাল চারটায় ন‍্যাপ ভাসানী এবং বিকাল পাঁচটায় পিপলস লীগের সঙ্গে সংলাপ করবে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুটি বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান অংশ নেবেন।

ন্যাপ ভাসানী ও পিপলস লীগ সভাপতি এডভোকেট আজহারুল ইসলাম এর নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেবে।

এছাড়া পিপলস লীগ সভাপতি এডভোকেট গরীবে নেওয়াজ এর নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেবে।



আপনার মূল্যবান মতামত দিন: