ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ব্রুনাইয়ের সুলতানকে ছাগল দেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২ ০৮:০৩

আল আমিন
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২ ০৮:০৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:   উপহার হিসেবে বাংলাদেশে সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহকে ছাগল দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ছাগল উনার (ব্রুনাই সুলতানের) খুব পছন্দ। উনি যাওয়ার সময় আমরা কিছু (ছাগল) দিয়ে দিবো। আসার পর থেকেই আমরা উনাদের ছাগলের কাচ্ছি খাওয়াচ্ছি। কারণ উনারা এটি খুব পছন্দ করেন।

রবিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এর আগে ব্রুনাই দারুসসালামের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রপ্তানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: