
চন্দনাইশ (চট্টগ্রাম) থেকে : চট্টগ্রামে পাথর বোঝাই দুই জাহাজের সংঘর্ষে নিখোঁজ ৮ নাবিকসহ ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
কোষ্ট গার্ড চট্টগ্রাম সদর দপ্তরের (পুর্ব জোন) ষ্টাফ অফিসার (অফিসার) লে.কমান্ডার এম.আশরফ বিন ইদ্রিচ বলেন, গত বুধবার বিকালে পতেঙ্গা দুই নটিকাল মাইল দুরে কাঠগড়ের চরপাড়া এলাকা থেকে ছেড়ে যাওয়া এম ভি সুলতান সনজরের সঙ্গে এম ভি আকিজ লজিষ্টিকসের মুখোমুখি সংঘর্ষে এম ভি সুলতান সানজা ডুবে গেলে জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ২ দিনে ৮ নাবিকসহ ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
৩ নাবিক সমুদ্রে লাফিয়ে সাতরিয়ে অন্য জাহাজে উঠে প্রানে বেচে যান। বাকী ৬ জনের মধ্যে ৪ জনের লাশ বন্দরের বহির্নোংগর ও ভাটিয়ারী ও কুমিরা থেকে শুক্রবার বিকাল পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নাবিকরা হলেন, মাগুরা জেলার মৃত খুসরুত জামানের পুত্র সুরুজ মিয়া (২২) নুরুল মোল্লার পুত্র জাহিদুল ইসলাম (২৯) আকরাম উল্লাহর পুত্র নাজমুল হাসান (২৭) মো:কামালের পুত্র মনির হোসেন (২১) এর আগের দিন কোষ্ট গার্ড এবং নৌপুলিশ তিনজন নাবিকসহ ৫ জনের মরদেহ উদ্ধার করে। রিপোর্ট লেখা পর্যন্ত বাকী ২ জনকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে কোষ্টগার্ড ও নৌবাহিনীর সদস্য সুত্রে প্রকাশ।
কোষ্ট গার্ড জোনের গনমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আল-আমিন বলেন, ডুবে যাওয়া জাহাজের মালিকের পক্ষে পতেংগা থানায় জি ডি করা হয়।
শুক্রবার (১৪ অক্টোবর) সারাদিন সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রেখে উদ্ধারকৃত ৪ নাবিকের লাশ আইনী প্রক্রিয়ায় নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকরম হোসেন পরিবারের কাছে হস্তান্তর করছেন বলে জানান। রিপোর্ট লেখা পর্যন্ত বাকী নাবিকদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: