ঢাকা | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আসছে লঘুচাপ, আট বিভাগেই বৃষ্টি হতে পারে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ০৩:২৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ০৩:২৪

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়াবিদরা বলছেন, আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। কোনো ঘুর্ণিঝড় শুরুর আগেই সাধারণত এমন দেখা দেয়। এই সময়ে ঢাকাসহ দেশের ৮টি বিভাগেই বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৪ অক্টোবর) পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ আগামী তিনদিনের আবহাওয়া বার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছুকিছু এলাকায় ও রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এর আগে গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বোচ্চ ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুরের তেতুলিয়ায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে।



আপনার মূল্যবান মতামত দিন: