ঢাকা | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফর নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ২০:৪৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ২০:৪৯

ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান নিয়ে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিকাল ৪টায় গণবভন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে এ সম্মেলন শুরু হবে। এর আগে ১৮ দিনের সফর শেষে গতকাল মঙ্গলবার (৪ অক্টোর) ভোরে দেশে ফেরেন তিনি।

গত ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। ১৯ সেপ্টেম্বর যোগ দেন রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে। এ অনুষ্ঠান শেষে তিনি যান যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সাধারণ পরিষদে ভাষণ দেন তিনি। এটি তার ১৯তম ভাষণ। প্রথম মেয়াদে পাঁচবারসহ তিনি এখন পর্যন্ত ১৮টি অধিবেশনে ভাষণ দিয়েছেন। এত বেশি জাতিসংঘ অধিবেশেনে যোগদান ও ভাষণের একটি নজির স্থাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ ছাড়া তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: