ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ০৭:১৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ০৭:১৫

ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন জানান, শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের অনুষ্ঠানটি সন্ধ্যা ৮টায় সীমিত আকারে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন কমিটি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ অনুষ্ঠানে যোগ দিবেন। মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানস্থলে আসতে অতিথিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: