
ব্রাহ্মণবাড়িয়া থেকে : সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা ৬দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।
রবিবার (২ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) পর্যন্ত ও শুক্রবার (৭ অক্টোবর) সাপ্তাহিক বন্ধ থাকায় মোট ৬ দিন এই বন্দর দিয়ে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এ সময় দু’দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। পূজা শেষে ৮ অক্টোবর শনিবার থেকে পুনরায় আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে।
আখাউড়া আর্ন্তজাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: