
বিদেশবার্তা ডেস্ক : আগামী ৭২ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
শনিবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানা যায়।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং মধ্য বাংলাদেশের উপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বিস্তৃতি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থিত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মাঝারিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
এ অবস্থায় রবিবার (২ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: