ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৭০৮

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ০৩:২৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ০৩:২৯

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৭০৮ জন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার দুইজনের মৃত্যু এবং ৬৭৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৫১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৮২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪.৬৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৬১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৬৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করো শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।



আপনার মূল্যবান মতামত দিন: