ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৭

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : দেশের চারটি বিভাগের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়া আগামী ৫ দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাস আবহাওয়াবিদ মোঃ শাহীনুল ইসলাম জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষর উত্তর প্রদেশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।

এ অবস্থায় শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ সৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: