ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিজিবি’র অভিযানে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪২

আল আমিন
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ২ কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা, একটি নৌকা এবং অন্যান্য চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার ভোরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার ভোররাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বিআরএম-১২ হতে ৫০০ গজ উত্তর-পূর্ব দিকে মেম্বার ঘাট এলাকায় নাফ নদীতে নৌকাযোগে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। কিছুক্ষণ পর টহলদল দু’জন ব্যক্তিকে মিয়ানমার হতে একটি কাঠের নৌকাযোগে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে।

নৌকাটি দেখা মাত্রই পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল বর্ণিত ব্যক্তিদের চ্যালেঞ্জ ও ধাওয়া করলে তারা নৌকা হতে লাফিয়ে নাফ নদীতে ঝাপ দিয়ে সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল নৌকাটি উদ্ধার করে নৌকার পাটাতনের নিচ থেকে ৯০ হাজার পিস ইয়াবা এবং ১ প্যাকেট রীচ কফি, ৩ কেজি শুটকি, ১০ প্যাকেট বার্মিজ সিগারেট, ৫ প্যাকেট বিস্কুট ও ২ বোতল কোমল পানীয় উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত নৌকা ও অন্যান্য চোরাচালানি মালামাল প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে ধ্বংস করা হবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: