ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিএনপির নির্বাচনে আসা উচিত : পরিকল্পনামন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪৯

আল আমিন
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রে বিশ্বাস করলে বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসা উচিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিএনপি যদি দেশের সংবিধান মেনে থাকে, দেশের আইন মানে, গণতন্ত্রে বিশ্বাস করে; তাহলে তাদের অবশ্যই নির্বাচনে আসা উচিত। নির্বাচন চর্চার বিষয়। মারামারি হানাহানি নয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই জাতি আশা করে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি না, এটা তাদের ব্যাপার। এটা আমরা বলতে পারব না। তবে আমরা চাই সবাই নির্বাচনে আসুক। আমাদের অনেক রাজনীতিবিদ, তারা প্রতিদিন এ নিয়ে অনেক কথা বলছেন, আপনারা নিশ্চয়ই শুনছেন।

দ্রব্যমূল্য প্রসঙ্গে এম এ মান্নান বলেন, দ্রব্যমূল্য ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। আরও আসবে। আমরা সবসময় চেষ্টা করি মানুষ যাতে স্বস্তির মধ্যে থাকে। বিশ্বব্যাপী সংকট চলছে। এজন্য আমাদের আরও সাশ্রয়ী হতে হবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: