ঢাকা | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সীমান্ত পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ২০:১৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ২০:১৩

ছবি : সংগৃহীত

বান্দরবান থেকে : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর করে কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং স্কুলে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত কয়েকদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি চলছে। শুক্রবার ১৬ সেপ্টেম্বর দুপুরে একটি স্থল মাইন বিস্ফোরণ এবং রাতে মর্টার শেল বিস্ফোরিত হয়ে একজন রোহিঙ্গা শরণার্থী নিহত ও ৫ জন আহত হওয়ার ঘটনায় সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ এ জরুরি সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: