ঢাকা | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টারশেলে রোহিঙ্গা নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৯

ফাইল ছবি

বান্দরবান থেকে : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়া সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর মর্টারশেল এসে পড়ে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে। এতে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের ইকবাল নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন রোহিঙ্গা শিশুসহ চারজন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড কোনার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাহিদ আলম (৩০), নবী হুসাইন (২১), মো. আনাস (১৫) ও সাহদিয়া (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়ে ঘুমধুম ইউপির ২ নম্বর ওয়ার্ড কোনার পাড়া এলাকার সীমান্তে মর্টারশেল বিস্ফোরণে ঘটনাস্থলেই ঐ রোহিঙ্গা নিহত হন।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মো: আনোয়ার হোসেন জানান, মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে পড়ে এক রোহিঙ্গা নিহত হ‌য়ে‌ছেন। এই ঘটনায় আরো পাঁচজন আহত হ‌য়ে‌ছেন।

নাইক্ষ্যংছড়ি থানার এসআই মিঠুন সিংহ গণমাধ্যমকে জানান, মর্টারশেলটি সীমান্তে বিস্ফোরিত হওয়ার সংবাদ পেয়েছি। আহতদের উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: