ঢাকা | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

করোনায় আক্রান্ত হাবিবুল আউয়াল সিইসির দায়িত্বে আহসান হাবিব

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২ ০৭:১৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২ ০৭:১৫

ফাইল ছবি

বিদেশবার্তা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনায় আক্রান্ত হওয়ায় তার জায়গায় আপাতত রুটিন দায়িত্ব পালন করবেন ইসির ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ইসির উপ-সচিব মো. শাহ আলম এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল করোনা আক্রান্ত হওয়ায় তার অনুপস্থিতকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান প্রধান নির্বাচন কমিশনারের রুটিন দায়িত্ব পালন করবেন।’

সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন বলেন, গত মঙ্গলবার রাত থেকে স্যারের জ্বর ছিল। এরপর পরীক্ষা করালে বৃহস্পতিবার রিপোর্ট আসে তিনি করোনা আক্রান্ত।

জ্বরের কারণে বুধবার (১৪ সেপ্টেম্বর) সিইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।



আপনার মূল্যবান মতামত দিন: