ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:১৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:১৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দেশে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে যাত্রা শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালের। এখানে রোগীরা সকল রোগের সেবা পাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ হাসপাতালটির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নানান উদ্যোগ নেওয়ায় দেশের মানুষ সুফল পাচ্ছে। এ ছাড়া সাধারণ মানুষ অল্প খরচে যাতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেদিকে দৃষ্টি দেওয়ার কথা বলেন তিনি।

হাসপাতালটিতে বিশ্বমানের সেবা নিশ্চিত করতে কার্ডিও ও সেরিব্রো ভাস্কুলার ইউনিট, হেপাটোবাইলারি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট ইউনিট, কিডনি এবং মা ও শিশু সেবা ইউনিটসহ আধুনিক পরীক্ষা-নিরীক্ষার নানান সুবিধা রয়েছে। এ ছাড়াও ১১টি মড্যুলার অপারেশন থিয়েটার রয়েছে। আর খরচও থাকবে সাধারণের নাগালে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে হাসপাতালটি উদ্বোধনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় আরেকটি মাইলফলক অর্জিত হলো। সব সুযোগ-সুবিধা থাকায় আর বিদেশ যাওয়া লাগবে না।



আপনার মূল্যবান মতামত দিন: