
বিদেশবার্তা ডেস্ক : চার দিনের সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফরের দ্বিতীয় দিন আজ (৬ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন তিনি।
সুত্র জানিয়েছে, ইতিমধ্যে ভারতের রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউজে বৈঠকের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জানা গেছে, নরেন্দ্র মোদির সাথে বৈঠক অংশ নিতে আজ সকাল ১১ টায় হায়দরাবাদ হাউজে যাবেন শেখ হাসিনা। এরপর বেলা ১১টা ৩৫ মিনিটে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসবেন। দুপুর ১২টা ৫৫ মিনিটে তাদের বৈঠক শেষ হবে। বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পৌঁছান। দিল্লির পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়।
বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বর্ধিত বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বন্টন, পানি সম্পদ ব্যাবস্থাপনা, সীমান্ত ব্যাবস্থাপনা, মানব পাচাররোধ এই বিষয় গুলো গুরুত্ব দেওয়া হবে। পরে দুই প্রতিবেশী দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরে একটি প্রেস বিবৃতি জারি করা হবে। শেখ হাসিনা পরে তার সম্মানে ভারতের প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন।
আপনার মূল্যবান মতামত দিন: