ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২ ২২:২২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২ ২২:২২

ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, সোমবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির প্রবণতা আরও কমতে পারে। গত কয়েকদিন ধরে সারাদেশেই বৃষ্টি হচ্ছে।

শনিবার সারাদেশে ৪৩টি বৃষ্টি পরিমাপক কেন্দ্রের মধ্যে একটি ছাড়া সবগুলোতেই বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে রবিবার নয়টি কেন্দ্রে বৃষ্টি হয়নি বলে জানায় আবহাওয়া বিভাগ।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায়। তবে রবিবার সিলেটে সর্বোচ্চ ১১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সোমবার সকাল থেকে ঢাকার আকাশে রোদ ও মেঘের লুকোচুরি খেলা। তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: