ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গণপরিবহনের ভাড়া নিয়ে বিকালে বৈঠক

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ১৯:৫৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ১৯:৫৫

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : জ্বালানি তেলের মূল্য কমায় গণপরিবহনের ভাড়া সমন্বয়ের লক্ষ‌্যে বিআরটিএ সদর দপ্তরে বৈঠক হবে।

বুধবার (৩১ আগস্ট) বিকালে বনানীর বিআরটিএ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

মঙ্গলবার (৩০ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী গণমাধ্যমকে বলেন, যেহেতু ডিজেলের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে তাই গণপরিবহনে ভাড়া কমানোর একটি প্রস্তাব এসেছে। বুধবার এ সংক্রান্ত একটা মিটিং হবে, সেখানে নতুন ভাড়া ঘোষণা দেওয়া হবে। তবে ভাড়া কত কমবে সেটি মিটিংয়েই জানানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সোমবার (২৯ আগস্ট) ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের লিটারে ৫ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম পড়বে ১০৯ টাকা, অকটেনের দাম ১৩০ টাকা ও পেট্রোলের দাম পড়বে ১২৫ টাকা।



আপনার মূল্যবান মতামত দিন: