ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আগের চেয়ে বর্তমানে বিদ্যুতের অবস্থা ভালো: বিদ্যুত প্রতিমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ০৪:৫৩

আল আমিন
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ০৪:৫৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: এক মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় প্রায় দেড় মাস ধরে লোডশেডিং চলছে। তবে এক মাস আগের চেয়ে বর্তমানে বিদ্যুতের অবস্থা আরেকটু ভালো। আগামী এক মাসের মধ্যে আরও স্বাভাবিক হবে।


শনিবার বিকালে চুনকুটিয়া চৌরাস্তায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত দোয়া মাহফিল ও গরিব দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। এখন সাড়ে ৩ লাখ সেচ পাম্পে রাত ১২টার পর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করে দিয়েছি। লোডশেডিংয়ে মানুষের কষ্ট হচ্ছে। তবে আগামী এক মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: