ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শনিবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ০০:২২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ০০:২২

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল অবস্থায় থাকায় শুক্রবার (২৬ আগস্ট) বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। তবে শনিবার (২৭ আগস্ট) থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। পরবর্তী তিন দিনেও বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রহমান এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সন্দ্বীপ, রাঙ্গামাটি ও কুতুবদিয়ায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও কুমিল্লায় সামান্য বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকাসহ সারাদেশে আর কোন বৃষ্টি হয়নি বলে আবহাওয়া অফিস জানায়।

পূর্বাভাসে আরো বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ শুক্রবার রাঙ্গামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং মাদারীপুর, তেঁতুলিয়ায়, রাঙ্গামাটি, ফেনী, কুতুবদিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিন্ম ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সূত্র-বাসস।



আপনার মূল্যবান মতামত দিন: