ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হয়েছে: কৃষিমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ ০৩:৫৮

আল আমিন
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ ০৩:৫৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, গুলশান-বনানীর ব্যবসায়ীরা কৃষি পণ্যের মূল্যবৃদ্ধি ঘটিয়ে নব্য শোষক শ্রেণিতে পরিণত হয়েছে। আমরা সাড়ে ১৬ কোটি মানুষকে দেশের উৎপাদন দিয়েই খাওয়াচ্ছি। কৃষকের পরিশ্রমের কারণেই বাংলাদেশ আজ ভিক্ষুকের দেশ না, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হয়েছে।

বুধবার দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত কৃষিবিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের কোন সংকট নেই। কেউ সংকট সৃষ্টি করলে তাদের ক্ষমা করা হবে না। সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যমান শস্যবিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি ও অধিক ফলনশীল ধানের জাতসমুহের উৎপাদন বৃদ্ধির জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।

আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রীর মন আকাশের মতো উদার। তার দয়াতেই খালেদা জিয়া জেলের বাইরে আছেন। ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে। লন্ডন থেকে রিমোট কন্ট্রোল চালিয়ে হবে না।

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষক ও বীজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: