ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঘাতকরা শেখ হাসিনাকে হত্যা করতে তৎপর : কামরুল

আল আমিন | প্রকাশিত: ২১ আগস্ট ২০২২ ০৬:১০

আল আমিন
প্রকাশিত: ২১ আগস্ট ২০২২ ০৬:১০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১, ১৯৭৫ ও ২০০৪ সালের ঘাতকরা এখনো আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে তৎপর বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন কামরুল ইসলাম।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলাকারী ও হামলার পরিকল্পনাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

কামরুল ইসলাম বলেন, ১৯৭১, ১৯৭৫ ও ২০০৪ সালের ঘাতকরা একই শক্তি। এদের বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। তারা এখনো আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে তৎপর।

কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ বিদেশি শক্তির ওপর নির্ভর করে না। বিএনপি নামক দলটির জন্ম আইএসের প্রেসক্রিপশন অনুয়ায়ী। এখনো তারা দেশে সেভাবেই রাজনীতি করছে। বাংলাদেশের সব অর্জনকে ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, এ গোষ্ঠী আমাদের গণতন্ত্রকে শেষ করে দিতে চায়। আমাদের সব অর্জন ও উন্নয়নকে তারা শেষ করতে চায়। কাজেই এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: