ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পররাষ্ট্রমন্ত্রী আ’লীগের কেউ না : আব্দুর রহমান

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২১ আগস্ট ২০২২ ০১:৪২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২১ আগস্ট ২০২২ ০১:৪২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আ’লীগের কেউ না বলে মন্তব্য করেছেন আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

তিনি বলেছেন, ‌‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আমাদের দলের কেউ না। তার বক্তব্যের দায়ভার আওয়ামী লীগ নেবে না।’

শনিবার (২০ আগস্ট) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আ’লীগের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির আয়োজনে এই সভা হয়।

আ’লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘চট্টগ্রামে পররাষ্ট্রমন্ত্রী ভারত নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা আ’লীগের দলীয় বক্তব্য নয়। আ’লীগ জনগণের দল, সুতরাং কোনো দেশের সমর্থনে আ’লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, সেটি করতে ভারতবর্ষ সরকারকে অনুরোধ করছি।’

তার এমন মন্তব্যের পর দেশে সমালোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনা। এতে আ’লীগও বিব্রতকর অবস্থায় পড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: