ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

১৫ আগস্ট দেশের সব মসজিদে  দোয়া-মোনাজাতের আহ্বান

আল আমিন | প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ০০:৪৯

আল আমিন
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ০০:৪৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল (১৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে দেশের সব মসজিদে সোমবার (১৫ আগস্ট) বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫ আগস্ট বাদ যোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

‌এ ছাড়া আগামীকাল জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন’ উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: