ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৫-১০ বছরের শিশুদের কোভিড টিকাদান শুরু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ আগস্ট ২০২২ ১৯:৪৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ আগস্ট ২০২২ ১৯:৪৭

ছবি : সংগৃহীত

বিদেশ বার্তা ডেস্ক : করোনা ভাইরাস মোকাবেলায় ৫-১০ বছরের শিশুদের টিকাদান শুরু হচ্ছে আজ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে শিশুদের গণহারে টিকাদান শুরু করবে সরকার।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শিশুদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচি মূলত পর্যবেক্ষণমূলক। করোনা টিকাদানের গ্রহণে রাজধানীর আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে প্রস্তুত রাখা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিশুরা যেহেতু বয়সে ছোট তাই এই টিকা অনেক সংখ্যক শিশুকে দেওয়া হচ্ছে না। আজ ১৬ শিক্ষার্থীকে টিকা প্রদানের পর তাদেরকে ১৪ দিনের পর্যবেক্ষণমূলক শেষে ২৫ আগস্ট থেকে সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনে পূর্ণাঙ্গভাবে শিশুদের টিকা কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে জেলা-উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদেরও টিকা প্রয়োগ করা হবে। সামগ্রিক অবস্থা বিবেচনায় ২৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত প্রথম রাউন্ডের টিকাদান চলবে। এর দুমাস পর টিকার দ্বিতীয় রাউন্ড শুরু হবে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের শিশুদের (৫-১১) করোনাভাইরাস থেকে সুরক্ষায় ফাইজারের আরও ১৫ লাখ ডোজ টিকা অনুদান দিয়েছে। শিশুদের ক্ষেত্রেবিশেষ ব্যবস্থায় তৈরি ফাইজারের টিকা ব্যবহার করা হবে। ফাইজারের টিকার ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ দেশে আসে গত ৩০ জুলাই। গত এপ্রিলে শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত জানায় সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরির কাজ চলছে। দেশে এ বয়সী প্রায় ২ কোটি ২০ লাখ শিশু রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: