ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রেলের ভাড়া সমন্বয় করা হবে : রেলমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ১০ আগস্ট ২০২২ ০১:০৯

আল আমিন
প্রকাশিত: ১০ আগস্ট ২০২২ ০১:০৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: শিগগিরই রেলের ভাড়া সমন্বয় করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার দুপুরে এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, ডিজেল দিয়ে ট্রেন চলে, যার দাম বাড়ার ফলে রেল পরিচালনায় ফুয়েলিং কস্ট বেড়ে যাবে। আবার বাসের ভাড়া বাড়ায় ট্রেনের ওপর ব্যাপক যাত্রীর চাপ পড়বে। এটা সমন্বয় করতে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে।

এদিকে, শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ার পর শনিবার বাসভাড়া সমন্বয় করে বিআরটিএ। এ ছাড়া সরকারের কাছে লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে মালিকরা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: