
নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীসহ ১৩ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের মেরামত কাজের জন্য টানা ১০ ঘণ্টা এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ রবিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি কাজের জন্য রবিবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত শ্যামপুর, পোস্তগোলা, দোলেশ্বর, জিনজিরা, হাসনাবাদ, পানগাঁও, শুভাঢ্যা, ইকুরিয়া, চনকুটিয়া, কদমতলী, কালিন্দী, আগানগর এবং ফতুল্লায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও জানায় তিতাস। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: