
নিজস্ব প্রতিবেদক : দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণায় শনিবার (৬ আগস্ট) সকাল থেকেই রাজধানীতে গণপরিবহনের সংকটের দেখা মিলেছে। ফলে সড়কে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে শুক্রবার (৫ আগস্ট) দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এদিন দিবাগত রাত ১২টা থেকে জ্বালানি তেলের বর্ধিত দাম কার্যকর হয়েছে। ফলে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ গণপরিবহন মালিক তাদের বাস চলাচল সকাল থেকে বন্ধ রেখেছে।
যাত্রীদের আশঙ্কা, শনিবার অনেক সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক বন্ধ থাকা সত্ত্বেও সড়কে যেই ভোগান্তি পোহাতে হচ্ছে, তার কোনো সমাধান অতি দ্রুত করা না গেলে রবিবার থেকে সেই ভোগান্তির পরিমাণ আরো বাড়বে।
আপনার মূল্যবান মতামত দিন: