ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিতে শিশু নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৮ জুলাই ২০২২ ২১:৪৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৮ জুলাই ২০২২ ২১:৪৭

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইউপি নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে পুলিশের গুলিতে দুই বছরের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নং ভাংবাড়ি কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু মিড়ডাঙ্গী বাজার এলাকার বাদশা মিয়ার মেয়ে।

প্রত্যদর্শী সূত্রে জানা যায়, ভোটের ফলাফল দেখতে শিশুকে কোলে নিয়ে রানীশংকৈল বাচোর ইউনিয়নে ৩নং ভাংবাড়ি কেন্দ্রে যান নিহত শিশুর মা। সেখানে ভোটে ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে গুলি ছোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে গেলে ঘটনাস্থলে নিহত হয় শিশুটি।

রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, পুলিশের গুলিতে একটি শিশু নিহতের ঘটনা ঘটে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: