ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা আগামী সপ্তাহে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৩ জুলাই ২০২২ ০৩:৩৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৩ জুলাই ২০২২ ০৩:৩৭

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে বর্তমানে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং হচ্ছে। মঙ্গলবার (১৯ জুলাই) থেকে কার্যকর হওয়া লোডশেডিংয়ের বিষয়ে আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (২২ জুলাই) সকালে লোডশেডিং নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, দিনে দেড় হাজার থেকে দুই হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং চলছে। এ পরিস্থিতি সাময়িক। গ্রাহকরাও এটিকে বিশেষ পরিস্থিতি মেনে নিচ্ছেন। এক সপ্তাহ, ১০ দিন পরিস্থিতি পর্যালোচনা করব। আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশে মোট ডিজেলের মাত্র ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। বাকি ৯০ শতাংশ সেচ ও পরিবহন খাতে ব্যবহার হয়ে থাকে।



আপনার মূল্যবান মতামত দিন: